দুর্যোগ মোকাবিলায় সফল প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ৩০ মে ২০২১

করোনাভাইরাস, ঘূর্ণিঝড়-বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (৩০ মে) টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক বছরেরও বেশি সময় ধরে আমরা করোনা মহামারি মোকাবিলা করেছি। শুরুতে সবাই ধারণা করেছিল করোনায় অর্থনৈতিক মন্দা ও স্থবিরতায় দেশে খাদ্য সংকট দেখা দিবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও প্রজ্ঞায় সেটা হয়নি। তিনি করোনার শুরু থেকে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

মন্ত্রী বলেন, করোনায় দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার হয়নি। সংকট হয়নি খাদ্যের। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও (এফএও) করোনাকালে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশংসা করেছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যের চাহিদা মেটাতে আমাদের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করছেন। দেশে অনেক উন্নত জাতের ধান উদ্ভাবিত হয়েছে। এ জাতগুলো চাষের মাধ্যমে দেশে নতুন করে সবুজ বিপ্লব ঘটবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।