চাটখিলে সম্পত্তির জন্য মা-বাবা কুপিয়ে জখম
নোয়াখালীর চাটখিলে সম্পত্তির জন্য নিজের মা-বাবা ও তিন বোনকে কুপিয়ে জখম করেছে কামাল হোসেন (৩০) নামের এক যুবক।
রোববার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুলুশ্রী গ্রামের বসুমিয়া বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাবা শাহাজ উদ্দিন।
আহত শাহাজ উদ্দিন বলেন, আমার মেয়ে পাখির বিবাহ বিচ্ছেদের টাকায় কেনা জমি অপর মেয়ে আমেনা বেগমের কাছে বিক্রি করেন। কামালকে ওই জমির ৩ শতাংশ দেয়ার জন্য দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিল। আমি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় সে মাদকাসক্ত লোকজন নিয়ে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছে।
সকালে তার স্ত্রী পূর্ণিমাসহ বহিরাগতরা আমার মেয়ে আমেনা বেগমের বসতঘরে হামলা চালায়। তারা আমেনাকে কুপিয়ে তার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে আমি ও আমার স্ত্রী মনোয়ারা, মেয়ে পাখি ও তানিয়াও আহত হয়।
অপর দিকে কামাল হোসেন বলেন, আমি রিকশা চালাই। রোববার সকালে আমার ছেলে বোনের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মাদক সেবনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
চাটখিল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল ওয়াহেদ
বলেন, উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে পরস্পর বিরোধী অভিযোগ দিয়েছে। তবে বৃদ্ধ শাহাজ উদ্দিন, তার স্ত্রী মনোয়ারা বেগম, কন্যা আমেনা বেগম, পাখি আক্তার ও তানিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশকে জানিয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরএইচ/জেআইএম