অপহরণের দুইমাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:২০ পিএম, ৩০ মে ২০২১

ঢাকার কচুক্ষেত থেকে অপহরণের দুইমাস পর নবম শ্রেণির এক ছাত্রীকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩০ মে) মানিকগঞ্জ র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করেন। এসয় শান্ত রানা ওরফে শাহিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

শাহীন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি ঢাকায় ফুডপান্ডায় খাবার সরবারের কাজ করতেন।

উনু মং বলেন, ফেসবুকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সঙ্গে শাহীনের পরিচয় হয়। এর সূত্রধরে গত ২৩ মার্চ রাজধানীর কচুক্ষেত থেকে তাকে অপহরণ করে বিভিন্নস্থানে আটকে রেখে ধর্ষণ করেন।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা ভাষানটেক থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে শহীনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে ভিকটিম ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।