ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষের কিডনি বেচাকেনা করতেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:১৯ এএম, ৩০ মে ২০২১

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের দুই সদস্য দুলু মিয়া (৬৪) ও নজমুল ওরফে কেরামত আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

শনিবার রাতে ক্ষেতলাল উপজেলার বারইল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, আটককৃতরা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষকে ফুসলিয়ে টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন।

ওসি জানান, বারইল গ্রামে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে চার লাখ টাকার লোভ দেখায় দালাল চক্রের সদস্যরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

রাশেদুজ্জামান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।