লক্ষ্মীপুর থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার


প্রকাশিত: ১১:৩২ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের কমলনগরের শিশু মাসুমকে (৫) অপহরণের তিন মাস পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর এলাকা থেকে শিশুকে উদ্ধার করে কমলনগর থানা পুলিশ। তবে অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে গত ৬ আগস্ট বিকেলে কমলনগর উপজেলার চর জগবন্ধু এলাকা থেকে দুলাভাই হৃদয় শ্যালক মাসুমকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মাসুম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের মো. মোস্তফার ছেলে।

সংশ্লিষ্টরা জানায়, মোস্তফার মেয়ে নূরনাহার ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সুবাদে দুই বছর আগে হৃদয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর দেড় বছর ঢাকায় থাকার পর হৃদয় ৬ মাস শ্বশুর বাড়িতে থাকে।

মোস্তফা জানায়, তিন মাস আগে তার শিশুপুত্র মাসুমকে জামাই হৃদয় বাড়ি থেকে কৌশলে অপহরণ কর নিয়ে যায়। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।

হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান বলেন, অপহ্নত শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী হৃদয় কৌশলে পালিয়ে যায়। আদালতের মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।