কাঠালিয়ার বিষখালী নদীতে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০১:১৩ এএম, ২৯ মে ২০২১

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার আমুয়া উত্তরপার জিরো পয়েন্টে তার এক আত্মীয়ের বাসায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে পেরেছি- কাঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে কোনো বেড়িবাঁধ না থাকায় জোয়ারের সময় এই এলাকা প্লাবিত হয়। এবার ‌‘ইয়াস’র প্রভাবে জোয়ারের কারণে উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তাই এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ দরকার। আপনারাও সব সময় বেড়িবাঁধের দাবি করে আসছেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী মাধ্যমে এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

এ সময় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ‍উপস্থিত ছিলেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, আমুয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন শাহিন মোল্লা, ছাত্রলীগের সভাপতি মো. সাইদ আহম্মেদ জিসান এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

আতিকুর রহমান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।