নারী নির্যাতন মামলা করে বিপাকে বাদী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৮ মে ২০২১

বগুড়ার শেরপুরে নারী নির্যাতন মামলা করে বিপাকে পড়েছেন জহুরা আক্তার জুঁই নামের এক নারী। প্রভাবশালী আসামি ও তার স্বজনরা মামলাটি প্রত্যাহার করতে অব্যাহতভাবে হুমকি-ধমকি দিচ্ছেন ওই নারীকে। অন্যথায় তার প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন তিনি।

শুক্রবার (২৮মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, পৌরশহরের টাউন কলোনি শান্তিনগর এলাকার বাসিন্দা জালাল সেখের মেয়ে জহুরা আক্তার জুঁইয়ের সঙ্গে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আহসান হাবিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণও করা হয়। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক আহসান হাবিব। বিষয়টি নিয়ে উভয়ের পরিবার সমঝোতার চেষ্টাও করেন। এরপরও বিয়েতে রাজি না হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ জহুরা আক্তার জুঁই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে বগুড়ায় আদালতে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে জহুরা আক্তার জুঁই অভিযোগ করে বলেন, মামলাটি দায়েরের পর থেকেই আহসান হাবিব ও তার লোকজন মোবাইল ফোনে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। অন্যথায় মেরে ফেলা হবে বলেও রাস্তা-ঘাটে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন। এতে করে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তিনি।

প্রভাবশালী আসামি ও তার স্বজনদের হাত থেকে বাঁচতে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন জহুরা আক্তার জুঁই।

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন আহসান হাবিব। তিনি বলেন, মামলা প্রত্যাহার ও হুমকি-ধমকি দেয়ার প্রশ্নই ওঠে না। নতুন করে আবার তাকে হয়রানি করার জন্যই এই নাটক মঞ্চস্থ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।