সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ যুবক-যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৮ মে ২০২১

সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে নগরের একটি আবাসিক হোটেল থেকে পাঁচ যুবতীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) সকালে নগরের সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ নগরের সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তিনজন পুরুষ ও পাঁচজন তরুণীকে আটক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ২৪ মে একই হোটেল থেকে দুই যুবতী ও তিন যুবকসহ পাঁচজনকে আটক করে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ। এর তিনদিনের মাথায় আজ আবারও ওই হোটেল থেকে আরও আটজনকে অসামাজিকতার দায়ে আটক করা হলো।

এই দুটি অভিযানেই নেতৃত্ব দেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফজিুর রহমান।

ছামির মাহমুদ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।