ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৮ মে ২০২১

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপিনচন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৪)।

শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় বাল্যবিয়ের খবরে উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে স্কুলছাত্রীর বাড়িতে হাজির হন ইউএনও।

পরে ছাত্রীর বাবা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা দেন ও তাকে সতর্ক করা হয়।

jagonews24

গৌরনদীর ইউএনও বিপিনচন্দ্র বিশ্বাস বলেন, মনির হাওলাদার তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই গ্রামের মাসুম ঘরামীর বিয়ে ঠিক করেন। শুক্রবার দুপুরে এ বিয়ে হওয়ার কথা ছিল। সব আয়োজনই সম্পন্ন করেছিল স্কুলছাত্রীর পরিবার।

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল স্কুলছাত্রীর বাসায় অভিযান চালায়।

সাইফ আমীন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।