ধুনটে পুলিশকে পেটানোর মামলায় জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৮ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ার ধুনটে জুয়ার আসরে পুলিশ সদস্যকে পিটিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়ার মামলায় আরেফিন ইসলাম সাইফ (২৫) নামে এক জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) রাতে রহিমাবাদ উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আরেফিন ইসলাম সাইফ বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার রহিমাবাদ উত্তরপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২৯ মার্চ (সোমবার) রাতে উপজেলার বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় জুয়া খেলার আসরে ছবি তোলার সময় পুলিশ বিশেষ শাখার (ডিএসবি) সদস্য সেলিম মিয়াকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেন জুয়াড়িরা। এ ঘটনায় সেলিম মিয়া বাদী হয়ে এলাকার চিহ্নিত জুয়াড়ি হিটলার ওরফে হিটলুসহ ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে আরেফিন ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।