দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক যানবাহন। শুক্রবার (২৮ মে) দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনকে সিরিয়ালে থাকতে দেখা গেছে।
এদিকে, দীর্ঘক্ষণ নদী পারাপারের জন্য আটকে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকদের। তবে স্থানীয় বা কাছাকাছি দূরত্বের যাত্রীদেরকে ফেরির জন্য পন্টুনে অপেক্ষা করতে দেখা গেছে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দীর্ঘ ৬৫ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে ইয়াসের প্রভাবে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বিআইডব্লিউটিএর নির্দেশে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ শেখ জানান, নদীতে হালকা স্রোত ও ঢেউ আছে। এ রুটে বর্তমানে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। সবসময় দৌলতদিয়া প্রান্তে কম-বেশি সিরিয়াল থাকে। আজ দুই শতাধিক যানবাহন সিরিয়ালে আছে। যার মধ্যে ৫০টি যাত্রীবাহী বাস রয়েছে। আশা করি, দ্রুতই এ চাপ কমে যাবে।
রুবেলুর রহমান/এসএস/এমএস