জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৮ মে ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া লিমা আক্তারের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি বাঁধে আটকে থাকা পানিতে ভেসে উঠে। খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

লিমা আক্তার উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। বুধবার (২৬ মে) সন্ধ্যার কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে পানিতে পড়ে ভেসে যায় লিমা। এরপর স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

আরএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।