জুয়া খেলা নিয়ে ঝগড়া, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৮ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে জেসমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ মে) সকালে একই এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্বামী সাইদুল ইসলামকে জুয়া খেলতে নিষেধ করেন স্ত্রী জেসমিন আক্তার। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে জেসমিন সবার অজান্তে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সুস্থ হলে জেসমিনকে বাড়িতে নিয়ে আসা হয়।

কিন্তু একইদিন রাতে জেসমিন বাড়িতে মারা যান। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।