জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে হরিণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৮ মে ২০২১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে বন থেকে চরমোন্তাজের লোকালয়ে প্রবেশ করে হরিণটি। সন্ধ্যায় চরবেস্টিন মাঝের চর গ্রামে প্রবেশ করলে কুকুরের ধাওয়া খেয়ে একটি ঘরে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা হরিণটি উদ্ধার করে চরমোন্তাজ বন বিভাগে হস্তান্তর করেন।

jagonews24

এ ব্যাপারে বন বিভাগের উপজেলার চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মেস্তুরী বলেন, ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হরিণটি বেস্টিনের মাঝের চর বন থেকে লোকালয় চলে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটি সোনারচর বনে অবমুক্ত করা হবে।

আরএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।