ভাসানচর হাসপাতালে প্রথমবারের মতো অস্ত্রোপচারে শিশুর জন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৭ মে ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এক রোহিঙ্গা নারী অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন।

এর মধ্যদিয়ে ভাসানচরে এই প্রথম কোনো রোহিঙ্গা নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিলেন।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই শিশুর জন্ম হয়। জন্মের পর মা ও শিশু সুস্থ আছেন।

অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন ডা. সাইফুদ্দিন রাফি ও গণস্বাস্থ্য এনজিওর একটি টিম।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে ভাসানচর ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কোনো সিজার অপারেশন করা হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল থাকায় তখন ট্রান্সপোর্ট সম্ভব ছিল না। তাই জরুরি ভিত্তিতে হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচার করা হয়। তিনি এক ছেলেসন্তান জন্ম দিয়েছেন।

ডা. মাসুম ইফতেখার আরও জানান, এর আগে ভাসানচর ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাভাবিক প্রসবে ৩০টি শিশুর জন্ম হয়। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে সাত রোহিঙ্গা শিশুর জন্ম হয়।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।