পটুয়াখালীতে আজও উত্তাল সাগর, বইছে ঝড়ো হাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৭ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আজও পটুয়াখালী শহরসহ জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। উত্তাল রয়েছে কুয়াকাটার সাগর। বইছে ঝড়ো হাওয়া। এদিকে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সদর উপজলায় ২২টি, রাঙ্গাবালীতে ৩৮টি, কলাপাড়ায় ৭৬টি, দশমিনায় ১২টি, মির্জাগঞ্জে ২৮টি, গলাচিপায় ১৭টি, বাউফলে ২৯টি ও দুমকী উপজেলায় ১০টিসহ মোট ২৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি নামেনি এসব এলাকা থেকে।

jagonews24

এছাড়া ভেসে গেছে ৩২০০ মাছের ঘের ও পুকুর। মৎস্যখাতে ক্ষতির পরিমাণ ৫৫ কোটি টাকা। বিচ্ছিন্ন হয়ে গেছে এসব এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, দুর্গত মানুষের সহায়তার জন্য প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ের কাজ চলছে।

jagonews24

এদিকে ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়ছে জেলা প্রশাসন।

এসএমএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।