সুন্দরবন থেকে লোকালয়ে আসা ২ চিত্রা হরিণ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুন্দরবন থেকে লোকালয়ে আসা দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার গোলবুনিয়া ও উলুবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার হওয়া হরিণ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে উপজেলার উলুবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে দুটি হরিণ দেখতে পায় গ্রামবাসীরা। পরে তারা হরিণ দুটি ধরতে ধাওয়া করলে একটি হরিণ ধরতে পারে অন্যটি পালিয়ে যায়।

চার ঘণ্টা পর সকাল ১০টার দিকে একই উপজেলার গোলবুনিয়া গ্রাম থেকে অন্য হরিণটিও উদ্ধার করা হয়।

উলুবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘সকালে আমার বাড়ির সামনে দুটি হরিণ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে হরিণ দুটিকে ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সুন্দরবন বগি রেঞ্জ কর্মকর্তা সাদেক মাহমুদ বলেন, ‘দুটি চিত্রা হরিণ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে হরিণ দুটি লোকালয়ে চলে এসেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে হরিণ দুটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।’

এসজে/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।