শিমুলিয়া-বাংলাবাজারে আজও বন্ধ ফেরি চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৭ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজ দ্বিতীয়দিনও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে নদীতে ২নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

jagonews24

বৃহস্পতিবার (২৭ মে) নৌ চলাচল বন্ধ থাকা শিমুলিয়াঘাটে আটকা পরেছে সহস্রাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা ও গুড়িগুড়ি বৃষ্টিতে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

jagonews24

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, নদী উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ২নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে শিমুলিয়াঘাটে দু’টি ও বাংলাবাজার ঘাটে ১৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

jagonews24

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চ ঘাটের কর্মকর্তা মো. সোলেমান বলেন, নদীতে প্রবল বাতাস ও ঢেউ থাকায় ফেরির পাশাপাশি লঞ্চও বন্ধ রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।