মোংলায় জলোচ্ছ্বাসে পানিবন্দি ৪০০ পরিবার, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৬ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মোংলার প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার (২৬ মে) দুপুর থেকেই পানিবন্দি এসব পরিবারকে উদ্ধারের পাশাপাশি খাদ্যসহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলার চিলা, চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের পশুর ও মোংলা নদীর পাড়ের বেশ কয়েকটি পরিবার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Mongla

বুধবার সকাল থেকে এ এলাকায় থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পৌরসভার কাইনমারী স্লুইসগেট উপচে পানি ঢুকে গেছে পৌর শহরেও। ভাটার সময় বেশির ভাগ এলাকার পানিই নেমে গেছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে উপজেলা প্রশাসন, পৌরসভা ও বন্দর কর্তৃপক্ষের। মোংলায় প্রস্তুত থাকা ১০৪টি আশ্রয়কেন্দ্রের কোথাও লোকজন ওঠার খবর পাওয়া যায়নি।

Mongla

এছাড়া সুন্দরবনের বিভিন্ন অফিসেও উঠেছে পানি । ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের কিছু ঘরসহ বিভিন্ন স্থাপনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বুধবার দুপুরে জোয়ারে উপজেলার চিলা, চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তাদের উদ্ধারের পাশাপাশি খাদ্যসহায়তাও দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এরশাদ হোসেন রনি/এসএমএম/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।