ইয়াবাসহ চট্টগ্রামে মাদরাসা অধ্যক্ষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৬ মে ২০২১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) ভোররাতে সিডিএ আবাসিক এলাকা থেকে মো. ইয়াছিন (৩৮) নামে ওই মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়। তিনি আগ্রাবাদ বেপারীপাড়া তালিমুল করিম আদর্শ মাদরাসার অধ্যক্ষ বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতার ইয়াছিনের মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ হওয়ায় এলাকায় তার পরিচিতি ভালো। এই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি ইয়াবা ব্যবসায় নেমেছিলেন। এর আগে, ২০১১ সালে ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে প্রায় দেড় মাস জেলে থাকতে হয়েছিল ইয়াছিনকে। এছাড়া, তার বিরুদ্ধে কুমিল্লার দেবীদ্বার থানায় অপহরণ ও ধর্ষণের ঘটনায় একটি মামলা রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে এক ইয়াবা ব্যবসায়ী মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেও ইয়াবা সেবন করেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।