বিপৎসীমার ৬৪ সেমি ওপরে বইছে পানি, প্লাবিত অর্ধশতাধিক গ্রাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ মে ২০২১

অডিও শুনুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকাগুলোতে নদীর পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে প্রায় অর্ধশত গ্রাম।

এদিকে ভেসে গেছে তিন হাজার পুকুর ও ঘেরের মাছ। জেলার সব ফেরিঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল ।

patuakhali1

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কলাপাড়া, রাঙ্গাবালী, দশমিনা ও গলাচিপার অর্ধশত গ্রাম।

পানিবন্দি মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন।

patuakhali1

রাঙ্গাবালী চালীতাবুনিয়া এলাকার কাসেম গাজী বলেন, ‘বাড়ি-ঘর সব পানিতে তলিয়ে গেছে। রান্নার চুলাও পানিতে ভেসে গেছে। এখন আমরা খাবো কী?’

patuakhali1

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী বলেন, বুধবার দুপুর ১২টায় বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে। মঙ্গলবার যা ছিল ৩৯ সেন্টিমিটার। তবে পানি আরও বৃদ্ধি পাবে।

এসএমএম/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।