বাগেরহাটে নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৬ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বুধবার (২৬ মে) সকালে উপকূলীয় এলাকার নদীতে ভাটা থাকলেও মোড়েলগঞ্জ ও শরণখোলা এলাকায় ঢুকে পড়া পানি এখনো নামেনি।

jagonews24

জানা যায়, বাগেরহাটের পানগুছি নদীর তীরবর্তি মোড়েলগঞ্জ পৌর এলাকার রাস্তা-ঘাটসহ বেশ কিছু এলাকায় এখনো পানি রয়েছে।

jagonews24

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, বুধবার দুপুর থেকে নতুন করে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে অতিক্রম করছে। সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দমকা হাওয়া অব্যহত রয়েছে।

jagonews24

ঝড়োহাওয়া অব্যাহত থাকায় নদীর পানি না কমায় লোকালয় থেকে পানি নামছে না। পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য পরিবার।

jagonews24

এছাড়া বেড়িবাঁধ এলাকা ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে বেশ কিছু এলাকার মৎস্য খামার।

শওকত আলী বাবু/এসএমএম/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।