আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৬ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ মে) বিকেল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে লঞ্চে পারাপার হওয়া যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও পদ্মা নদী কিছু উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে।

অপরদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার (২৬ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া মেঘলা রয়েছে আকাশ।

jagonews24

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, আবহাওয়া কিছুটা বৈরী থাকলেও এখনও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি এ রুটে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া নদী পারের কোনো সিরিয়াল নাই। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের ৩, ৫, ৭ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। ৪ নম্বর ঘাটে কাজ চলছে। এছাড়া ৬ নম্বর ঘাটে পানি কমের কারণে বন্ধ এবং ১ ও ২ নম্বর ঘাট ভাঙনের কারণে কয়েকবছর ধরেই বন্ধ রয়েছে।’

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় মঙ্গলবার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লঞ্চের যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।

রুবেলুর রহমান/এসজে/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।