বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ বন্ধ, চলছে ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৫ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে সারাদেশের ন্যায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ বন্ধ রাখা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া খারাপ হয়ে উঠলে পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই বন্ধ রাখব।’

একেএম নাসির হক/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।