সবজির বদলে গাঁজা চাষ, আটক ১
দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশের জমিতে গাঁজা চাষ করায় শংকর বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ওই জমি থেকে ৭০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক ওজন ৩৫ কেজি।
সোমবার (২৪ মে) রাত ১.২৫টায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রানির বাজারগ্রাম থেকে তাকে আটক করা হয়। শংকর বাস ওই এলাকার সন্তোষ বাসের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, মুকুন্দপুর ইউনিয়নের রানীর বাজার গ্রামের নিজ বাড়ির পাশের জমিতে গাঁজা চাষ করছিলেন শংকর বাস। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে শংকর বাস পালানোর চেষ্ঠা করে। এসময় তাকে হাতে নাতে আটক করে বাড়ির পাশের জমি থেকে ৭০ গাঁজার গাছ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান সিরাজ বলেন, শংকর দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসায় যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস