‘ইয়াস’র প্রভাবে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৫ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলীয় অঞ্চলের বেশকিছু গ্রাম। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

এর মধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে।

noa5

এতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের তালুকদার গ্রামের বেড়িবাঁধের বাইরে থাকা অংশ সম্পূর্ণ জোয়ারের পানিতে তলিয়ে গেছে। নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম তলিয়ে যাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গোখাদ্য। অনেক এলাকায় মানুষের কাঁচা ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে।

noa5

নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উদ্দিন বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

noa5

এ ব্যাপারে হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের দিকে জোয়ারের পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

noa5

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এজন্য উপকূলীয় অঞ্চলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।