ইউএনওর সরকারি নম্বর ক্লোন, চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৪ মে ২০২১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে মানুষের কাছে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র।

রোববার (২৩ মে) রাতে দক্ষিণ সুনামগঞ্জ ইউএনওর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে নম্বর ক্লোন করার বিষয়টি জানানো হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, একটি প্রতারক চক্র আমার নম্বর ক্লোন করে চাঁদা দাবি করছে মানুষের কাছে। কেউ অবৈধভাবে অর্থ বা অন্য কোনো সুবিধা দিবে এমন দাবি করলে তাৎক্ষণিকভাবে আমাকে জানানোর অনুরোধ করছি। কেউ চাঁদা বা অর্থ দিয়ে প্রতারিত হবেন না।

লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।