শতবর্ষী মাকে গোয়ালঘরে আটকে রাখল একমাত্র ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৩ মে ২০২১

ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়ালঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে একমাত্র ছেলের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম রাজেশ্বরী মণ্ডল। তিনি নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ড করপাড়া এলাকার বাসিন্দা। তার ছেলের নাম রমেন মণ্ডল।

অভিযুক্ত রমেন মণ্ডল উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে সম্প্রতি অবসরে আছেন।

jagonews24

স্থানীয়রা জানান, শতবর্ষী মাকে একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় আটকে রেখেছেন রমেন মণ্ডল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি পরিত্যক্ত গোয়ালঘরে জরাজীর্ণ অবস্থায় আটকে রাখা হয়েছে বৃদ্ধা রাজেশ্বরী মণ্ডলকে।

তালা খোলার পর দেখা যায়, শতবর্ষী মা ময়লা-আবর্জনার ভেতর তীব্র গরমে কাতরাচ্ছেন। ঘরে কোনো ফ্যান নেই। খাবার কষ্টে রাখা হয়েছে তাকে।

ঘটনাস্থলে অন্যদের সঙ্গে যান নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস। তিনি জানান, দরজার তালা খুলতেই সবাইকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন ওই বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নিচে বসালে তিনি স্বস্তির নিশ্বাস ফেলেন।

Ma-(1).jpg

এ ব্যাপারে অভিযুক্ত ছেলে রমেন মণ্ডল ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, ‘দরজা খোলা থাকলে মা বিভিন্ন দিকে চলে যান। তাই আমি তাকে আটকে রাখি। তবে আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। আর এমন করব না।’

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু জাগো নিউজকে বলেন, ‘সন্ধ্যায় ঘটনাটি জানতে পেরেছি। রাতে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।