বগুড়ায় জুয়ার আসর থেকে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৩ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মে) দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জুয়েল (৩০), একই গ্রামের মৃত মকবুলের ছেলে সানোয়ার (৩৫), ইয়াছিন সরদারের ছেলে নাসির (২২) ও সোহাগ (৩০), মৃত ছহির উদ্দিনের ছেলে আবু সাঈদ (২৭) এবং দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আলিম (৩২)।

পুলিশ জানায়, শনিবার (২২ মে) রাতে উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের কবরস্থান সংলগ্ন আমবাগানে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।