রামেকে করোনায় এক রাতে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৩ মে ২০২১
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনায় এক রাতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ রোগীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

রোববার (২৩ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় এ পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১৪৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১০০ জন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এছাড়া করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৪ জন। মৃতদের মধ্যে হাসপাতালের ২৯নং ওয়ার্ডে দুইজন, ১৬নং ওয়ার্ডে একজন, ২৫নং ওয়ার্ডে একজন ও আইসিইউতে একজনের মৃত্যু হয়।

এদিকে শনিবার (২২ মে) রাজশাহীর দুইটি ল্যাবে মোট ৮৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৩৪ জনের নমুনায় ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়া রামেক ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের পজিটিভ আসে। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামেক হাসপাতালের দুটি ল্যাবে শনিবার মোট ৩১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন করে রাজশাহী জেলায় ৭২ জন ও নাটোরের ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ফয়সাল আহমেদ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।