শার্শায় বিদেশি মদসহ চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২২ মে ২০২১

বিদেশি মদসহ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের ছেলে আশরাফুল ইসলাম অপুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) রাতে সীমান্ত এলাকার বসতপুর মাখলা চৌরাস্তা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় শাওন (২৫) নামে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। তিনি বাগআঁচড়া কলেজ পাড়ার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে বিদেশি মদসহ আশরাফুল ইসলাম অপু ও শাওনকে গ্রেফতার করা হয়।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াছ বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু জানি না। বিষয়টি পরে জানাব।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।