মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন স্থগিত
ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও একেএম শহিদুল হকের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রিটের আবেদনকারী মোস্তাক আহম্মেদ ভূঁইয়া। তিনি সিংগাইর পৌরসভার বর্তমান মেয়র খোরশেদ আলম ভূঁইয়া জয়ের বড় ভাই।
আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার গোলাম মোস্তফা তাজ বলেন, সিংগাইর পৌরসভার বর্তমান ভোটার তালিকায় নানা অসঙ্গতির অভিযোগ এনে নতুন ভোটার তালিকা প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মোস্তাক আহম্মেদ গত ২১ জুন একটি রিট আবেদন করেন। ২৩ জুন নির্বাচন কমিশন কর্তৃক সিংগাইর পৌরসভার ভোটার তালিকা প্রণয়ন কেন আইন বহিভূত হবে না এবং কেন নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হবে না এ বিষয়ে রুল জারি করা হয়। নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়। কিন্তু নির্বাচন কমিশন রুলের জবাব না দিয়ে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিষয়টি আদালত অবমাননাকর উল্লেখ করে রিট শুনানি শেষে নির্বাচনসহ সকল কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন আদালত।
বি.এম খোরশেদ/এসএস/আরআইপি