টাঙ্গাইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলের নাগরপুরে জহুরুল ইসলাম হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- নাগরপুরের কলিয়া গ্রামের জাকির হোসেন, ইব্রাহীম খলিল খোকন, চৌবাড়িয়া গ্রামের এবাদত আলী, সরোয়ার হোসেন ও দুয়াজানী কেইতার ভাঙ্গা গ্রামের শাহীনুর। এর মধ্যে শাহীনুর পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ সেপ্টেম্বর আসামিরা নাগরপুরের বনগ্রাম থেকে ভাড়ায়কৃত মোটরসাইকেল চালক জহুরুলকে নিয়ে দেলদুয়ার আসে। পরে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে দেলদুয়ারের দশকিয়া গ্রামের একটি ধান ক্ষেতে লাশ ফেলে রেখে যায়। পরে সেখান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে।
পরে দেলদুয়ার থানার উপ-পরিদর্শক জহুর আলী বাদি হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।