পঞ্চগড়ে আ. লীগের মনোনয়ন পেলেন জাকিয়া খাতুন
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় সীদ্ধান্তে শেষ মুহূর্তে সরকার দলীয় মেয়র পদে মনোনয়ন পেলেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন। মেয়র প্রার্থী হিসেবে এর আগে মির্জা সারোয়ারের নাম ঘোষণা করে জেলা আওয়ামী লীগ।
বুধবার দুপুরে জাকিয়া আনোয়ার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিন পৌরসভার মধ্যে ১ম দফায় একমাত্র পঞ্চগড় পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর পর্যন্ত পাঁচজন মেয়র এবং ৫৫জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে বিএনপির একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম, জাসদের আব্দুল মজিদ বাবুল, আওয়ামী লীগের মির্জা সারোয়ার হোসেন ও জাকিয়া খাতুন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আব্দুল খালেক মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাউন্সিলরদের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৪ জন মনোনয়নপত্র নেন। ৩ ডিসেম্বর জেলা রির্টানিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে মনোনীত হিসেবে প্রাথমিকভাবে মির্জা সারোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে জাকিয়া খাতুনের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে দলে কোনো কোন্দল বা অসন্তোষের আশঙ্কা নেই।
সফিকুল আলম/এসএস/এমএস