বাগেরহাটে শিশু অপহরণের মামলায় গ্রেফতার ৪
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অপহৃত ১০ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় চার অপহরণকারীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার আট্টাকী গ্রামের তুহিন মোড়ল (৪৬), একই গ্রামের মো. বাদল মল্লিক (২৩), চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোছা. আছমা বেগম (৩৫) এবং চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামি মাজার এলাকার মোছা. রেশমা (৪২)।
গত ১০ মে ফকিরহাট থানায় অপহৃত মেয়েটির বাবা বাদী হয়ে উপজেলার আট্টাকী গ্রামের তুহিন মোড়ল ও তার সহযোগীদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় অপহরণে জড়িতদের গ্রেফতার দেখানো হয়েছে।
খুলনা র্যাব-৬ এর সহকারী পরিচালক মো. মাহবুব উল-আলম জানান, ওই মামলার পর গত ১৭ মে ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তুহিন মোড়ল ও মো. বাদল মল্লিককে গ্রেফতার করা হয়। পরে তাদের আরও দুই সহযোগী আছমা বেগম ও রেশমাকে বুধবার (১৯ মে) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়। পরে উদ্ধার শিশুসহ অপহরণে জড়িত চারজনকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।
শওকত আলী বাবু/এসএস/জেআইএম