কারখানার ম্যানেজারকে অপহরণ করে ৪৫ লাখ দাবি, ৩ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৯ মে ২০২১

দিনাজপুরে ইশান এগ্রো লিমিটেডের ম্যানেজারকে অপহরণ করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৯ মে) বিকেলে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ভিকটিম মো. আশরাফুল ইসলামকে (৪৬) উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন-দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি গ্রামের জয়নুল ইসলামের মেয়ে জিনাত রেহেনা (২৫) ও মৃত ফজলুল হকের মেয়ে মোছা. নুর বানু (৪৫) এবং একই উপজেলার পলাশবাড়ী গ্রামের মেহেরুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন (৫০)।

পুলিশ সূত্র জানায়, চিরিরবন্দর উপজেলার আমবাড়ী পাটুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. আশরাফুল ইসলাম পুলহাট ইশান এগ্রো লিমিটেডের ম্যানেজার পদে চাকরি করেন। গত ১৮ মে কারখানা থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় আশরাফুল ইসলামের ভায়রা ভাই হাসান বাবু ওইদিন রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Nari-(2).jpg

মঙ্গলবার সকাল থেকে অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে পুলহাট ইশান এগ্রো লিমিটেডের ব্রাঞ্চ ব্যবসায়ী মো. জহুরুল ইসলামের কাছে কয়েকবার ফোন করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তিনি এবং কারখানার মালিক ইসতিয়াক আহম্মেদ বিষয়টি দিনাজপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে জানান। সিআইডি বিশেষ পদ্ধতিতে তাদের অবস্থান শনাক্ত করে ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তিন নারী গ্রেফতার হলেও শহরের রামনগর এলাকার মোতালেব (৩৫) ও শহিদুল্লাহ (৩০) পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।