আমতলীতে তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি সঙ্কট, অকেজো ১৪০০ নলকূপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৯ মে ২০২১

বরগুনার আমতলীতে বিশুদ্ধ পানির সঙ্কট ক্রমেই তীব্র হচ্ছে। উপজেলার বেশিরভাগ গভীর নলকূপ অকেজো হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সুপেয় পানির সঙ্কটের কারণে সাধারণ মানুষ অনিরাপদ উৎস থেকে খাবার পানি সংগ্রহ করছেন। এতে বাড়ছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগবালাই।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের তিন লাখ মানুষের সুপেয় পানির জন্য ৩ হাজার ৭০০ গভীর নলকূপ স্থাপন করা হয়। তার মধ্যে ১ হাজার ৪০০ নলকূপ দীর্ঘদিন ধরে অকজো হয়ে রয়েছে।

jagonews24

নিয়ম অনুযায়ী ৫০ জনের জন্য একটি করে গভীর নলকূপ থাকার কথা থাকলেও আমতলী পৌরসভা, গুলিশাখালী, আঠারগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আপাঙ্গাশিয়া ইউনিয়নের বেশিরভাগ গ্রামে তা নেই। যেগুলো রয়েছে সেগুলোর অধিকাংশই অকেজো। ফলে গ্রামের মানুষ পুকুরের পানি পান করতে বাধ্য হচ্ছেন।

অপরদিকে, অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহের কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নামায় পুকুর পানিশূন্য ও গভীর নলকূপ থেকে পানি ওঠে না। এছাড়া সচল গভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত লবণ থাকায় তা পান করা যায় না।

উপজেলার বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, সুপেয় পানির অভাবে দৈনন্দিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। গ্রামের মানুষ বাধ্য হয়ে অনিরাপদ উৎস থেকে খাবার পানি সংগ্রহ করছেন। ফলে ডায়রিয়া-আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগ বাড়ছে।

jagonews24

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, বিশুদ্ধ পানির অভাবে গত এক মাসে আমতলীতে ব্যাপকহারে ডায়রিয়া ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, অতিখরা এবং বৃষ্টি না হওয়ায় অধিকাংশ গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। পর্যাপ্ত বরাদ্দ পাওয়ার পর অকেজো নলকূপগুলো মেরামত করা হবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।