বেতাগীতে আ. লীগের সকাল-সন্ধ্যা হরতাল চলছে


প্রকাশিত: ০৭:১৩ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার বেতাগী পৌরসভায় বর্তমান মেয়র মো. আলতাফ হোসেনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার সকাল ৮ টা থেকে এ হরতাল শুরু হয়। হরতালের সমর্থনে বেতাগী পৌর শহরে অবস্থান নিয়েছে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবিরের সমর্থকরা। এর আগে মঙ্গলবার রাতে মো. গোলাম কবিরের সমর্থকরা বেতাগী শহরে বিক্ষোভ মিছিল করে। পরে আজ সকালে তারা হরতালের ডাক দেন।

এ বিষয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন বেতাগী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন বিশ্বাসকে দেওয়ায় বেতাগী আওয়ামী লীগ এবং সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। সেজন্য আমরা হরতালের ডাক দিয়েছি।

তিনি আরও বলেন, তার মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত বেতাগী আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন করবে না।

উল্লেখ্য, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির নিজেও বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়মী লীগের দলীয় মনোনয়ন প্রত্যশীদের মধ্যে একজন।

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।