দোকানে টিসিবির তেল মজুত, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৮ এএম, ১৯ মে ২০২১

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল মজুত করার অপরাধে দুই দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৯৬ লিটার তেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ মে) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মোসা।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাটখিল বাজারের সুমন স্টোর ও বাদল স্টোর থেকে ১৯৬ লিটার টিসিবির তেল উদ্ধার করা হয়। এ সময় সুমন স্টোরকে ১৫ হাজার টাকা ও বাদল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উদ্ধারকৃত তেল সরকারি মূল্যে ১৯ হাজার ৪০০ টাকা বিক্রি করে ওই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।