হত্যা মামলার আসামিকে পিটিয়ে হত্যা, এলাকায় মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৮ মে ২০২১
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্যাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক হোসেনকে (৩৪) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বৌবাজার গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এর আগে সোমবার (১৭ মে) রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌবাজার এলাকায় তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

ধাপেরহাট পুলিশ ফাড়ি ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার (১৭ মে) রাত ১টার দিকে বৌবাজার এলাকায় ফারুকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে পিটিয়ে-কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, নিহত ফারুকের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এদিকে, নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ফারুক হোসেন এলাকার চিহ্নিত দুস্কৃতকারী। সে এলাকার একাধিক অটো রিকশা- ভ্যান ছিনতাইসহ হত্যাকাণ্ডেজড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন ফারুক। সকালে তার মৃতুর খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

জাহিদ খন্দকার/এসআর/জেআইএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।