দিনাজপুর পলিটেকনিকের অপারেটরকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ১২:২৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার অপারেটর আব্দুর রহিমকে (২৮) গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শুভ (২২) নামে ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্সের এক ছাত্রকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে। আর শুভ পাবনার বাবুল শেখের ছেলে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ৮টায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আব্দুর রাজ্জাক নামে একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া শুভ শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আব্দুর রাজ্জাকের ছাত্রাবাসে ভাড়া থাকতো। রাত ৮টায় একই কলেজের কম্পিউটার অপারেটর আব্দুর রহিম সেখানে গেলে অজ্ঞাত কারণে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়ে একে অপরকে চুরিকাঘাত করে।

এতে আব্দুর রহিমের গলা কেটে যায়। পরে এলাকার লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে আর্থিক লেনদেন অথবা মেয়েঘটিত কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে অভিযান শুরু করেছে পুলিশ।

এমদাদুল হক মিলন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।