রাজবাড়ীতে মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনী


প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

গণজাগরণ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা, কবিতা আবৃতি, সংগীত ও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বর এলাকায় বিজয়ের মাস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা সুপ্রর সমন্বয়ক শামিমা আক্তার মুনমুন, সাবেক যুবলীগ নেতা লিয়াকত আলী চেীধুরী, গণজাগরণ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এজাজ আহম্মেদ প্রমুখ।

এর আগে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আগত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।


রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।