গোয়ালন্দে নারী কাউন্সিলরের বাড়িতে হামলায় আরেক কাউন্সিলর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৭ মে ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলরের বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মে) দুপুর ২টার দিকে গোয়ালন্দ পৌরভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউন্সিলর শাহীন গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার মো. চেনুদ্দিন মোল্লার ছেলে।

নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফির ছেলে এসএম মিনার মাহফুজ বাদী হয়ে কাউন্সিলর শাহীন মোল্লাকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এজহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলর শাহীন মোল্লার নেতৃত্বে আসামিরা রোববার (১৬ মে) নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফির বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় তার ছেলে এসএম মিনার মাহফুজ বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। তার চিৎকারে তার মা নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করা হয়। পড়ে তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন এবং হামলাকারীরা চলে যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, মামলার প্রধান অভিযুক্ত শাহিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রুবেলুর রহমান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।