করোনা উপসর্গ নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৬ মে ২০২১

করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাস চন্দ্র মন্ডল (৩১) মারা গেছেন।

রোববার (১৬ মে) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

বিলাস চন্দ্র মন্ডল ৩৮তম বিসিএস কর্মকর্তা হিসেবে হরিরামপুর উপজেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুরে। মাত্র তিন মাস আগে তিনি বিয়ে করেন। মৃত্যুর সময় মা-স্ত্রী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার জানান, বিলাম চন্দ্র মন্ডল মাত্র দুই মাস আগে হরিরামপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবার অসুস্থ হলে তাকে মানিকগঞ্জ ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরের দিন উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে নেয়া হয়। তিনি করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।