কাপ্তাই হ্রদে অল্পের জন্য বেঁচে গেলেন ১৩ যাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৬ মে ২০২১

রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে স্পিডবোটে রাঙ্গামাটি শহরে আসার পথে কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বেশ বড় আকারের একটি স্পিডবোট। বোটে থাকা ১৩ যাত্রীই পানিতে পড়ে যান। এদের মধ্যে নারীও ছিলেন।

কিন্তু সুবলং চ্যানেলে পানি কম থাকায় সাঁতরে তীরে উঠে আসেন যাত্রীরা। এসময় আশপাশে থাকা অন্যান্য নৌযানগুলো এগিয়ে এসে তাদের রক্ষা করায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক যাত্রী।

রোববার (১৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

Boat-(3).jpg

জিয়াউল জিয়া নামের ওই যাত্রী জানান, ঈদের মৌসুমে বাড়তি ভাড়া নেয়া ও বেশি যাত্রী পরিবহন করার প্রবণতার কারণে কিছু চালক দ্রুততম সময়ে আসা যাওয়া করার প্রতিযোগিতায় নেমেছেন। এ কারণে নৌদুর্ঘটনা বাড়ছে।

তিনি বলেন, ‘আজ সুবলং চ্যানেলে পানি কম থাকার কারণে এতোগুলো মানুষের জীবন বেঁচে গেল। বর্ষা মৌসুম হলে অনেক জানমালের ক্ষতি হতো।’

Boat-(3).jpg

এ দুর্ঘটনা থেকে যাত্রীরা জানে বেঁচে গেলেও তাদের বেশকিছু পণ্য পানিতে ডুবে গেছে।

এ বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে কেউ তাদের কিছু জানায়নি।

শংকর হোড়/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।