কাপাসিয়ায় নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৫ মে ২০২১
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার ঈদের দিন রাতে আত্মহত্যার ঘটনা ঘটলেও তা শনিবার প্রকাশ পেয়েছে।

আত্মহননকারী নারী পুলিশের নাম মানসুরা আক্তার (২২)। তিনি কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

মানসুরার স্বামী একই ইউনিয়নের আঞ্জাব গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে তুহিন। ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছেন।

মানসুরা আক্তার নারায়নগঞ্জ জেলায় শিল্প পুলিশে কর্মরত ছিলেন। কাপাসিয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

মানসুরার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তুহিনের সঙ্গে পারিবারিকভাবে মানসুরা আক্তারের বিয়ে হয়। ঈদ করার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে মানসুরা তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

গত শুক্রবার সন্ধ্যা সাতটায় ঘরের আঁড়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মানসুরা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ দম্পতির আর কোনো সন্তান ছিল না। কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছে না।

এ বিষয়ে কপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারপরও আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি।

মো. আমিনুল ইসলাম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।