ভবন উদ্বোধনের আড়ালে বিএনপির ঈদ পুনর্মিলনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৫ মে ২০২১

নওগাঁর বদলগাছীতে করোনাভাইরাসের মধ্যেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঈদ পুনর্মিলনী করেছে বদলগাছী উপজেলা বিএনপি। উপজেলার আটটি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী এ পুনর্মিলনীতে যোগ দেয়। অনুষ্ঠানে বিএনপিপন্থি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপস্থিত থাকতেও দেখা গেছে।

অনুষ্ঠানে যোগদান করা নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুল বদলগাছী চৌরাস্তার পাশে একটি বহুতল ভবন নির্মাণ করেছে। ভবনটি উদ্বোধন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে পুনর্মিলনী ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে।

কঠোর লকডাউনের কারণে যেখানে ঈদগাহে নামাজ আদায়, বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে বিএনপির এতবড় পুর্মিলনী কীভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঈদ পুনর্মিলনী না, শুনেছি নতুন বাড়ি করা হয়েছে। এজন্য দুই চারজনকে দাওয়াত করে খাওয়ানো হচ্ছে। তবে কোনো সমাবেশ হচ্ছে না।

জানতে চাইলে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন বলেন, বিএনপির কেউ অনুমতি নেননি। বিষয়টি দেখছি।

আব্বাস আলী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।