পাটুরিয়ায় যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:২২ এএম, ১৩ মে ২০২১

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে কর্মস্থল ত্যাগ করছেন মানুষ। বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে যাত্রীর চাপ রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। তবে ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছেন তারা। স্বস্তিতে পার হতে পেরে খুশি ঘরমুখো মানুষ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলার অভ্যন্তরীণ গণপরিবহন, ট্রাক, সিএনজি, রিকশা ও ভ্যানে চেপে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছেন শতশত মানুষ। তবে ঘাটে এসে তাদের খুব একটা অপেক্ষায় থাকতে হচ্ছে না। ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছেন। তবে ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই ছিলে যাত্রীদের উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না। স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে প্রশাসনের কিংবা ফেরি কর্তৃপক্ষের কোনো তৎপরতা চোখে পড়েনি।

jagonews24

যাত্রীরা জানান, গত কয়েকদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কে কোনো কড়াকড়ি ছিলে না। তাই বিনাবাধায় ঘাটে আসতে পেরেছেন তারা। ভোগান্তি ছাড়াই শেষ মুহূর্তে ফেরি পার হতে পেরে তারা খুশি।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোটবড় ১৭টি ফেরি রয়েছে। বহরের সবকটি ফেরি চলাচল করার পর থেকেই ঘাটে স্বস্তি ফিরেছে। ঘাটে বর্তমানে অপেক্ষমান কোনো যানবাহন নেই। যাত্রীরাও নিরাপদে পার হতে পারছেন। তবে দুপুরের পর যাত্রীর চাপ কমে আসবে বলে মনে করছেন তিনি।

বি.এম খোরশেদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।