শিমুলিয়ায় ‘ভুয়া খবরে’ লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১২ মে ২০২১

হঠাৎ লঞ্চ সচলের খবরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার (১২ মে) বেলা ১২টা থেকে শতশত যাত্রীরা ঘাটে এসে নোঙর করা লঞ্চে উঠে পড়েন। তবে ঘণ্টাখানেক পর দুপুর ১টার দিকে যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দিয়ে পন্টুস থেকে বেশিরভাগ লঞ্চ সরিয়ে নেয়া হয়।

লঞ্চ চলাচলে এখনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‌‘লঞ্চ চলাচলে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। অপেক্ষা করুন, এমন সিদ্ধান্ত হলে জানতে পারবেন।’

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কাছে লঞ্চ ছাড়ার নির্দেশনা না আসা পর্যন্ত কোনো লঞ্চ ছাড়বে না।’

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।