চুয়াডাঙ্গায় গরিবের জন্য ফ্রি বাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১১ মে ২০২১

করোনাভাইরাস আঘাত হানার পর থেকে নিম্নআয়ের মানুষের জীবন-জীবিকা কঠিন হয়ে পড়েছে। এতে অসহায় মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। করোনার এই দুঃসময়ে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন ‘চুয়াডাঙ্গা প্রথম রাজধানী’ ফেসবুক গ্রুপ।

প্রথমবারের মতো চুয়াডাঙ্গায় গরিব ও দুস্থদের জন্য ফ্রি বাজারের আয়োজন করেছে এ ফেসবুক গ্রুপ। সোমবার (১০ মে) বিকেলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ঘোড়দাড়ি ফ্রি বাজারে নির্দিষ্ট দূরত্বে পণ্যের স্টল দেয়া হয়।

jagonews24

চুয়াডাঙ্গা সদর উপজেলার হোসেনপুর ও ঘোলদাড়ী গ্রামসহ আশপাশের গ্রাম থেকে আসা শতাধিক পরিবার বিনামূল্যে বাজার পেয়েছেন। এ অবস্থায় ফ্রিতে বাজার করতে পেরে খুশি অসহায় ও কর্মহীন মানুষরা।

লকডাউনের কারণে মানুষের হাতে কাজ নেই, নেই নগদ টাকা। সেই কারণেই তাদের জন্য ফ্রি বাজারের ব্যবস্থা করে চুয়াডাঙ্গা প্রথম রাজধানী ফেসবুক গ্রুপ।

jagonews24

সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, ঘোলদাড়ী ফ্রি বাজারে প্যান্ডেলের নিচে সারি সারি টেবিলে রাখা মাছ, কাঁচামরিচ, বেগুন, ঢেঁড়স, লাউ, আলুসহ নানা ধরনের সবজি। হাটে আগত নারী-পুরুষদের তাদের পছন্দমতো পণ্য তুলে দিচ্ছেন ওই গ্রুপের সদস্যরা। নিজের প্রয়োজন মতো কাঁচাবাজার নিয়ে বাড়ি ফিরছেন সবাই। এজন্য তাদের কোনো মূল্য পরিশোধ করতে হচ্ছে না। উদ্যমী কিছু তরুণের এমন উদ্যোগ হাসি ফুটিয়েছে লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের অসহায় মানুষের মুখে।

jagonews24

গ্রুপের সদস্যরা জানান, বলেন, গ্রুপের সদস্যদের চাঁদা এবং সমাজের বিত্তবান কিছু মানুষের অনুদান দিয়ে এই ফ্রি বাজারের ব্যবস্থা করা হয়েছে। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগণের মাঝে চাল-ডালসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও সবজি দেয়া হচ্ছে না। তাই তারা বিভিন্ন প্রকার সবজি কিনে বিনামূল্যে বিতরণ করছেন।

গ্রুপের চিফ অ্যাডমিন মশিউর রহমান জানান, অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করা হচ্ছে। গ্রুপের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে ফ্রি বাজারটি পরিচালিত হচ্ছে। প্রত্যেক জায়গায় এ ধরনের ফ্রি বাজার বসিয়ে অসহায় লোকদের সহায়তা করতে ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

jagonews24

ফ্রি বাজার বিতরণের সময় চুয়াডাঙ্গা প্রথম রাজধানী গ্রুপের চিফ অ্যাডমিন মশিউর রহমান, অ্যাডমিন সাজিদ জোয়ার্দ্দার চয়ন, মডারেটর ফয়সাল মাহমুদ, তাওহিদ ইসলাম, রিজন ওয়াসিব, তৌহিদুল ইসলাম, আকাশ আহমেদ, ঘোলদাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসমান আলীসহ ওই এলাকার প্রতিনিধি আবু তাহের, মেজবাহুল ইসলাম, মনির হোসেন, সজীব হোসেন, শাহেদ রেন্টু, সজীব ইসলাম, বিপ্লব হোসেন, রাজীব আহমেদ, মজিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।